• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

চিড়িয়াখানা থেকে পালাল কিং কোবরা, ফিরল নিজেই

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ২০:৪০
ফিচার ডেস্ক

সুইডেনের একটি চিড়িয়াখানায় রয়েছে সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। সম্প্রতি এটি পালিয়ে যায়। সেই থেকে শুরু আতঙ্ক। বিষধর সাপটি পালিয়ে গেলেও নিজেই ফিরে এসেছে। এতে কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে। খবর খালিজ টাইমসের।

স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস ওয়াহলস্ট্রম বলেন, ‘আমরা কিং কোবরাটির নাম দিয়েছিলাম হাউডিনি। তবে এটি বেশ কয়েকদিন ধরে অদৃশ্য থাকার পর আবার টেরারিয়ামে (সাপ যেখানে রাখা হয়) ফিরে এসেছে।’

সম্পর্কিত খবর

    বিষধর এই সাপটির অফিসিয়াল নাম স্যার ভাস। ২২ অক্টোবর অ্যাকোয়ারিয়ামে কাচের ঘেরের ওপরে থাকা একটি আলোক যন্ত্রের মাধ্যমে পালিয়ে যায়। অ্যাকোরিয়ামটি চিড়িয়াখানারই একটি অংশ।

    সাপটি হারানোর পর এক্স-রে মেশিন দিয়ে খোঁজা হয়। তবে হাউডিনি পাশেই দুই দেয়ালের মাঝখানে একটি আবদ্ধ জায়গায় ছিল।

    সাপটি যেখানে লুকিয়ে ছিল সেখানের দেয়ালে গর্ত তৈরি করা হয়েছিল। কিন্তু এক্স-রে ক্যামেরায়ও এটিকে দেখা যায়নি। পরে নিজের ইচ্ছায় টেরারিয়ামের মধ্যে ফিরে আসে সাপটি।

    কর্তৃপক্ষ জানিয়েছে, সাপটি যদি সেখান থেকে বেরিয়ে যেত তাহলে ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারত না।

    কিং কোবরা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close