• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১২ হাজারে ভিভো’র নতুন স্মার্টফোন

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৮
নিজস্ব প্রতিনিধি

গ্রাহকদের জন্য মাত্র ১২ হাজার ৫৯৯ টাকায় ওয়াই-সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। তরুণদের কাছে হাতের নাগালের দামে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ‘ওয়াই০২এস’ মডেলের নতুন ডিভাইসটি আনা হয়েছে বলে জানায় ভিভো।

আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভিভো জানায়, ওয়াই০২এস এ ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে এক চার্জে পুরো দিন নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে ডিভাইসটি। গেমিং করলে এক চার্জে একটানা সাত ঘণ্টা সাপোর্ট দেবে ওয়াই০২এস।

সংক্ষেপে * ৬.৫১ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে

* ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম, মিডিয়া টেক হেইলো পি৩৫ অক্টা-কোর প্রসেসর

* ৮ মেগাপিক্সেলের ব্যাক-ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

* ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

২.৫ ডি স্লিম বডি ডিজাইনের ভিভো ওয়াই২০এস এ রয়েছে ৬.৫১ ইঞ্চির ‘হ্যালো ফুলভিউ’ ডিসপ্লে। পাশাপাশি এতে আছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ মেমরি। এ ছাড়াও এতে রয়েছে মিডিয়া টেক হেইলো পি৩৫ অক্টা কোর প্রসেসর।

ছবি তোলার জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ২.২ অ্যাপারচার যা ছবি ‘বুকেহ’ ইফেক্ট দেবে। এ ছাড়া ওয়াই২০এস এ ফেইস বিউটি এবং টাইম ল্যাপস ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পেশাদার ছবি তোলা যাবে বলে দাবি ভিভো’র।

ফ্লোরাইট ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লু; এ দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই০২এস।

ভিভো,স্মার্টফোন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close