• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইফতারে রাখুন নারকেলের বরফি

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১৫:৪৩
পূর্বপশ্চিম ডেস্ক

কমবেশি সবাই ইফতারে মিষ্টিজাতীয় খাবার রাখতে পছন্দ করেন। তবে স্বাদে ভিন্নতা আনতে চাইলে ইফতারে রাখতে পারেন নারকেলের বরফি।

জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন নারকেলের বরফি

উপকরণ

১. নারকেল বাটা ১ কাপ

২. এলাচ গুঁড়া আধা চা চামচ

৩. লবণ পরিমাণমতো

৪. চিনি এক কাপ

৫. গুঁড়া দুধ আধা কাপ

৬. ঘি ১ টেবিল চামচ ও

৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো

পদ্ধতি

প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।

নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন।

তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

ইফতার,নারকেলের বরফি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close