• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার ১৫ মিনিটেই ফুল চার্জ

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ২৩:১৬
অনলাইন ডেস্ক

ফাস্ট চার্জিং ফোন আনল চীনের শাওমি। রেডমি সিরিজে এলো নোট ১১ প্রো। ফোনটির বিশেষত্ব হচ্ছে, মাত্র ১৫ মিনিটেই ফুল চার্জড হবে।

শেষবার শাওমি ৬৭ ওয়াটের টার্বো চার্জার এনেছিল। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আনছে অত্যাধুনিক চার্জিং ডিভাইসযুক্ত স্মার্টফোন। রেডমি নোট ১১ প্রো এমনই একটি ডিভাইস।

রেডমি নোট ১১ প্রো মডেলে একটি দুর্দান্ত অ‍্যামোলিড ডিসপ্লে দেয়া হয়েছে। যা অসাধারণ ভিইং অভিজ্ঞতা দেবে। সিনেমা দেখা কিংবা গেমস খেলার জন্য আদর্শ ডিসপ্লে এটি। এই ডিসপ্লে অনেক বেশি ব্রাইট। এই ডিসপ্লের ১২০ হাৎর্জ রিফ্রেশ রেট, রিডিং মোড ৩.০-এর সঙ্গে ১২০০ নিটস পিক উজ্জ্বলতা দেবে।

ছবির জন্য ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যা সর্বোচ্চ রেজোলিউশনের ইমেজ সেন্সর।

এই ধরনের উন্নত বৈশিষ্ট্যগুলির সঙ্গে রেডমি নোট ১১ প্রো সিরিজ ১৫ মিনিটের মধ্যে চার্জিং সম্ভব। যা সত্যিই ফোনটিকে একটি সম্পূর্ণ প্যাকেজ হিসাবে তৈরি করেছে।

রেডমি নোট ১১ প্রো ডিভাইসটি নতুন বেঞ্চমার্ক সেট করার জন্য পরিচিত।

রেডমি মূলত শাওমির সাব-ব্র্যান্ড। কিন্তু জনপ্রিয়তায় যেনো শাওমিকেও ছাড়িয়ে গেছে।

পূর্ব পশ্চিম/জেআর

রেডমি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close