• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

বাণিজ্যমেলা চলবে তো?

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২২, ২৩:১২
নিজস্ব প্রতিবেদক

সরকারঘোষিত বিধিনিষেধে বাণিজ্য মেলা চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার সন্ধ্যায় রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, একটু আগে শুনলাম ওমিক্রন ইস্যুতে ১৩ জানুয়ারি থেকে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধে বাণিজ্য মেলা চলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন কোনো নির্দেশনা এলে আমরা তা বাস্তবায়ন করব।

এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয় করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে নিম্নোক্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

পিপি/জেআর

আন্তর্জাতিক বাণিজ্য মেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close