• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

সায়েম সোবহানের নেতৃত্বে স্বর্ণ ব্যবসায়ীদের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১৭:৩২
যশোর প্রতিনিধি

বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় জানিয়েছেন।

বুধবার (২ মার্চ) দুপুরে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাজুসের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এ কথা জানান।

তারা বলেন, স্বর্ণ শিল্পের বিকাশে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীর দেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণ কারখানা গড়ে তুলতে যাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশে এখন থেকে আমরা পিওর স্বর্ণ উৎপাদন করতে যাচ্ছি। আমাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর যশোর জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুসের ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের ল’ অ্যান্ড মেম্বরশীপ ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও মনিটরিং অব ডিস্ট্রিক্ট অরগানাইজেশনের মেম্বার সেক্রেটারি জয়নাল আবেদীন খোকন।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলা ও প্রত্যেকটি উপজেলার বাজুস নেতৃবৃন্দ এবং স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিম- এনই

সায়েম সোবাহান আনভীর,স্বর্ণ,বাজুস,বসুন্ধরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close