• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৩ দিন

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ২০:৪৩
যশোর প্রতিনিধি

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার ও পবিত্র শবেবরাত উপলক্ষে ১৯ মার্চ শনিবার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। মাঝে এক দিন ১৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। তবে ওই সময়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (১৬ মার্চ) বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিষয়টি জানান ।

রোববার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে জানিয়েছেন দু’পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের ও কার্যক্রম বন্ধ থাকবে টানা তিন দিন।

পূর্বপশ্চিমবিডি/এএইচভি/জেএস

বেনাপোল,পেট্রাপোল,আমদানি,রপ্তানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close