• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেয়ারবাজার কি ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে?

প্রকাশ:  ০৫ মে ২০২২, ০৯:৫০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলছে পুঁজিবাজার। এদিন অন্যান্য সাধারণ কার্যদিবসের মতোই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হবে। এদিকে, ঈদ পরবর্তী গতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা করেছেন বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিটি পর্যন্ত। এছাড়া প্রি-ওপেনিং এবং পোস্ট-ক্লোজিং সেশনের যথাক্রমে চলবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ২টা ৩০ মিনিটি থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

এর আগে মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ ছিল পুঁজিবাজার।

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘ঈদের পরে গতিশীল পুঁজিবাজার প্রত্যাশা করছি। ঈদের পর বিনিয়োগকারীরা যেন আনন্দ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, ‘বিনিয়োগকারীদের সাহস রাখতে হবে। হতাশ হওয়া যাবে না। জেনে-বুঝে বিনিয়োগ করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। এসব কিছু মেনে পুঁজিবাজারে বিনিয়োগ করলে তা নিরাপদ থাকবে। পুঁজিবাজারে এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। এছাড়া এফডিআর’র সুদের হার কমে আসায় এখানে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।’

পূর্ব পশ্চিম/জেআর

শেয়ারবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close