• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ১০ মে ২০২২, ১৪:৩৮
নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১০ মে) নগরীর এনইসি সভায় একনেক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এম এ মান্নান বলেন, ২০২১-২২ অর্থবছরে (মাথাপিছু আয় বেড়ে) ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

তিনি আরো বলেন, একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিকল্পনামন্ত্রী,মাথাপিছু আয়,ডলার,এম এ মান্নান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close