• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আয় বাড়াতে নতুন পরিকল্পনা করছে এনবিআর

প্রকাশ:  ২০ আগস্ট ২০২২, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায় বাড়াতে অর্থবছরের শুরুতে কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এগুলো বাস্তবায়নে সম্প্রতি এনবিআর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর মাঠপর্যায়ে কাস্টমস এবং আয়কর বিভাগে উচ্চ পদে বড় ধরনের রদবদল করার মাধ্যমে পুরো রাজস্ব বিভাগকে সাজানো হয়েছে। এরপর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৈঠকে এবারের নির্ধারিত লক্ষ্য অর্জনে শুরু থেকেই কর্মপরিকল্পনা তৈরি করে কমিশনারদের কাজ করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে রাজস্ব বোর্ড থেকে আলাদা পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের কথা বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের নীতিনির্ধারক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘লক্ষ্য পূরণে প্রতি বছরই কিছু নির্দেশনা দেয়া হলেও বৈশ্বিক পরিস্থিতির কারণে এবার প্রেক্ষাপট ভিন্ন। ঋণ পরিশোধে আমাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও অভ্যন্তরীণ সম্পদ আহরণে যথেষ্ট দুর্বলতা রয়েছে। সংকট মোকাবিলায় রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই। এ জন্য আমরা বছরের শুরুতেই নানামুখী প্রচেষ্টা হাতে নিয়েছি।’

চলতি অর্থবছরে বাজেটে এনবিআরকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। গত অর্থবছরে আদায় ৩ লাখ ১৭৯ কোটি টাকা।

রাজস্ব আদায়ে বেশ কিছু পরিকল্পনা নেয় এনবিআর। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: আয়কর ও ভ্যাটের আওতা আরও বাড়ানো, ভ্যাট রিটার্ন শতভাগ অনলাইনে দাখিল করা, উৎসে কর কর্তনের অনলাইন ব্যবস্থা সর্বস্তরে প্রচলন, অনলাইনে কর প্রদানে সব ক্ষেত্রে এ-চালান প্রচলন, ডিজিটাল আয়কর নিরীক্ষা ব্যবস্থা চালু, কর্মকর্তাদের কর আহরণে দক্ষতা বৃদ্ধি এবং কর দেয়ার পদ্ধতি সহজ করা।

এনবিআর সূত্র বলেছে, গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাজস্ব আদায় বাড়াতে একটি কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেয় সংস্থাটি। আগামী অক্টোবরে আইএমএফের সঙ্গে সরকারে সাড়ে চার শ কোটি ডলারের ঋণ নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এনবিআরের সাবেক সদস্য ফরিদউদ্দীন বলেন, ‘কাঙ্ক্ষিত আয় বাড়াতে হলে রাজস্ব বিভাগে একটি কার্যকর ও বাস্তবভিত্তিক সংস্কার কর্মসূচি নিতে হবে। এ জন্য পুরো রাজস্ব বিভাগকে অটোমেশন করে আয়কর ও ভ্যাট বিভাগকে একীভূত করার পাশাপাশি মাঝারি পর্যায়ে আরও দুটি ট্যাক্স পেয়ার ইউনিট গঠন করতে হবে।’

ভ্যাট ও করের ভিত্তি সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে এনবিআর। বর্তমানে ৭০ লাখ লোক করের আওতায়। এ বছরের মধ্যে এই সংখ্যা ১ কোটিতে উন্নীত করতে চায় এনবিআর। বর্তমানে ১০০টি উপজেলায় কর অফিস আছে। দেশের সব উপজেলায় কর অফিস চালুর জন্য নতুন জনবল দরকার। এরই মধ্যে নতুন জনবল কাঠামো অনুমোদনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। শিগগিরই এটি পাস হবে বলে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্বপশ্চিম/ম

এনবিআর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close