• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

উত্তরা ফাইন্যান্সের ৯ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮
নিজস্ব প্রতিবেদক

তিন হাজার ৪৪০ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক।

এর আগে আর্থিক প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি মুন রানী দাসের দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠির প্রেক্ষিতে দুদক সোমবার (২৬ সেপ্টেম্বর) এই ব্যবস্থা নেয়।

বিভিন্ন অনিয়ম ও আমানতকারীদের জন্য ক্ষতিকর কাজে সম্পৃক্ততার দায়ে গত জুনে প্রতিষ্ঠানটির এমডি শামসুল আরেফিনকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় বার্ষিক হিসাব বিবরণীতে তিন হাজার ৪৪০ কোটি টাকার হিসাবে গরমিল পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের নিরীক্ষায়ও নানা অনিয়ম পাওয়া যায়। সে আলোকে গত ২৩ জুন শামসুল আরেফিনকে অপসারণ করা হয়।

দুদকে পাঠানো উত্তরা ফাইন্যান্সের চিঠিতে বলা হয়েছে, ‘শামসুল আরেফিনসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উত্তরা ফাইন্যান্সের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে। তাদের বিরুদ্ধে দুদকের পরিদর্শন চলমান রয়েছে।’

উত্তরা ফাইন্যান্স,কর্মকর্তা,দেশত্যাগ,নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close