• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

সোমবার সব সোনার দোকান বন্ধের ঘোষণা

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২২, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সারা দেশে সব ধরনের জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

রোববার (২ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সারা দেশে পূর্ণদিবস বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান।

এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে কমে গেছে স্বর্ণের দাম। গত ২৬ সেপ্টেম্বর নতুন দাম নির্ধারণ করা হয়, যা ২৭ সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর আছে।

ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম,বাংলাদেশ জুয়েলার্স সমিতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close