• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লেনদেন করতে পারছেন না নগদ গ্রাহকরা

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ১৯:১৫
নিজস্ব প্রতিবেদক

নগদের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে নগদের কোনো মাধ্যমই ব্যবহার করতে পারছেন না গ্রাহকেরা। ফলে নগদের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে গেছে।

শনিবার (৫ নভেম্বর) নগদের ইউএসএসডি ও অ্যাপের মাধ্যমে লেনদেনের চেষ্টা করেও কোনো লেনদেন করা যায়নি।

নগদের যোগাযোগ বিভাগের প্রধান জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাত থেকে নগদের সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ জন্য কিছুটা সমস্যা হচ্ছে। শিগগিরই বিষয়টি সুরাহা হয়ে যাবে।

নগদ এখন দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। ডাক বিভাগের আওতাধীন এ সেবার নঙ্গে যুক্ত রয়েছেন ছয় কোটি গ্রাহক। বর্তমানে গ্রাহকের আর্থিক লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন ভাতাও বিতরণ করা হয় নগদের মাধ্যমে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রাহক,নগদ,লেনদেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close