• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশ

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ০০:৪২
নিজস্ব প্রতিবেদক

বিদায়ী বছর ২০২২ সালের শেষ মাসে মূল্যস্ফীতি কমেছে। গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। এর আগে গত নভেম্বরে ছিলো ৮ দশমিক ৮৫ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশে। যা আগের মাসে ছিলো ৮ দশমিক ১৪ শতাংশ।

তবে, ভোক্তাদের খাদ্যপণ্যের বাইরে অন্যান্য পণ্য কিনতে বেশি ব্যয় করতে হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্যপণ্য বর্হীভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিলো ৯.৯৮ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাক জাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। পাশাপাশি কমেছে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থলী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও।

পূর্বপশ্চিমবিড/এসএম

মূল্যস্ফীতি,ডিসেম্বর,শতাংশ,বিবিএস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close