• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরো কমবে ব্রয়লার মুরগির দাম

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৩, ২১:৩৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাজারগুলোতে দুইদিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০-৫০ টাকা পর্যন্ত কমেছেব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামীকাল বা পরশুর মধ্যে মুরগির দাম আরো কমবে।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা দরে, যা শুক্রবার (২৪ মার্চ) ছিলো ২৫০-২৬০ টাকা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামারপর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা কেজি নির্ধারণ করে। এরপর বাজারে মুরগির দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

রামপুরা বাজারের মুরগি বিক্রেতা মোমেন হোসেন বলেন, সরকার খামার পর্যায়ে মূল্য নির্ধারণ করে দেওয়ার পর বাজারেও মুরগির দাম কমেছে। আগামীকাল হয়তো আরো কমবে।

তিনি বলেন, আজ সকালে কাপ্তানবাজার থেকে ব্রয়লার মুরগি এনেছি। এটা ২৩০ টাকা দরেও বিক্রি করতে পারছি। আগামীকাল হয়তো দামটা আরো কমবে।

বাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে নিলে বিক্রেতার চাওয়া দামের চেয়ে আরো ৫-১০ টাকা কমে কেনা যাচ্ছে ব্রয়লার মুরগি। তবে পাড়া-মহল্লার কিছু দোকানে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ থাকে। এজন্য মুরগির চাহিদা কিছুটা কমে গেছে। রোজা যতো শেষের দিকে যাবে, চাহিদা বাড়বে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দাম,ব্রয়লার মুরগি,রাজধানী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close