• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৩, ২২:৫০
পূর্বপশ্চিম ডেস্ক
চা বাগানে কাজ করছেন শ্রমিকরা/ফাইল ছবি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার।

এতে এ ক্যাটাগরির বাগানের শ্রমিকদের মজুরি ধার্য করা হয়েছে ১৭০ টাকা, বি ক্যাটাগরির বাগানের জন্য ১৬৯ টাকা এবং সি ক্যাটাগরির বাগানের জন্য ১৬৮ টাকা।

২০২২ সালের আগস্টে সারাদেশে চা বাগানে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-বাগান মালিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করার নির্দেশ দেন।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে, শ্রমিকদের বেতন বার্ষিক, দৈনিক বা মাসিকভাবে ৫% বৃদ্ধি পাবে।

চাকরিতে পাঁচ বছর পূর্ণ হওয়ার পর শ্রমিক ছাড়া অন্য কর্মচারীরা প্রতি বছর এক মাসের গ্র্যাচুইটি পাবেন। শ্রমিকরা পেনশন ভাতা পাবেন।

মালিক, শ্রমিক ও সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতি দুই বছর পর পর মজুরি পর্যালোচনা করা হবে।

২০১৯ এবং ২০২০ সালে একটি চুক্তির অধীনে আগের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

২০২০ সালের অক্টোবরে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে, প্রতি দুই বছর পর মজুরি সংশোধন করার কথা।

২০১৯ সালে স্বাক্ষরিত মজুরি-সম্পর্কিত চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছিল।

তবে ২০২১-২২ মেয়াদে মজুরি বৃদ্ধির আলোচনা নতুন করে সময়মতো শুরু হয়নি।

এর প্রতিবাদে, দেশের ২৪১টি চা বাগানের প্রায় ১২৫,০০০ শ্রমিক ২০২২ সালের আগস্ট থেকে দৈনিক মজুরি ৩০০ টাকা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।

২০২২ সালের ১৩ আগস্ট থেকে পুরোপুরিভাবে ধর্মঘটে যাওয়ার আগে তারা ৯-১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা কাজ থেকে বিরত থাকে।

২১ আগস্ট, কিছু শ্রমিক নেতা, বেতন ১৪৫ টাকা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করে ধর্মঘট শেষ করতে সম্মত হন।

তবে অধিকাংশ কর্মী তা প্রত্যাখ্যান করে এবং কাজ থেকে বিরত থাকে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে হস্তক্ষেপ করে দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা প্রস্তাব করেন।

চা শ্রমিক,মজুরি,টাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close