• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শেয়ারবাজারে লেনদেন কমেছে ১৬ শতাংশ

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০২৩, ২২:০০
পূর্ব পশ্চিম ডেস্ক

বিদায়ী সপ্তাহে (১২ নভেম্বর-১৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে বাজারের লেনদেনের পরিমাণ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত খবর

    আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৪২২ কোটি ২৯ লাখ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ।

    গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৭ লাখ ৭৯ হাজার ২০৯ কোটি ৬২ লাখ ০৩ হাজার ৬৪২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৪২ কোটি ৫১ লাখ ৫২ হাজার ২২৪ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৫১ শতাংশ।

    বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে।

    প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক এক সপ্তাহে ৩ দশমিক ২২ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসই-৩০’ সূচক কমেছে ৮ দশমিক ৯০ পয়েন্ট।

    গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৬৮ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৩টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ৫০টির, বিপরীতে কমেছে ১০৫ কোম্পানির শেয়ারদর।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close