• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৬ দিনে এলো ১৭৭ কোটি ডলার

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২৪, ২২:১২
পূর্বপশ্চিম ডেস্ক

জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ, দৈনিক গড়ে ৭ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

রবিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

আর পুরো ২০২৩ সালে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২,১৯২ কোটি (২১.৯২ বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বা ২.৮৭% বেশি। ২০২২ সালে তারা পাঠিয়েছিলেন ২,১২৯ কোটি (২১.২৯ বিলিয়ন) ডলার।

প্রবাসী,অর্থনীতি,রেমিট্যান্স,মার্কিন ডলার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close