• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ব অস্ত্রবাজারের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ১৭:৪২
আন্তর্জাতিক ডেস্ক

এখনও বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে সৌদি আরব। গত কয়েক বছর ধরেই অস্ত্র ক্রেতা দেশগুলোর শীর্ষে অবস্থান করছে এই মুসলিম দেশ। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই'র বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র আমদানি ১৯২ শতাংশ বেড়েছে। মিশর ও সংযুক্ত আরব আমিরাতও শীর্ষ ১০ অস্ত্র ক্রেতা দেশের তালিকায় রয়েছে।

এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-এই দুটি দেশ মিলে যে পরিমাণ অস্ত্র আমদানি করছে তার পরিমাণ পশ্চিম ইউরোপের সবগুলো দেশের চাইতেও বেশি।

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রই এখনও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা দেশ বলে জানিয়েছে এসআইপিআরআই।

২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ কয়েকটি দেশ। আর এই আগ্রাসন অব্যাহত রাখতে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।

পিবিডি/রবিউল

সৌদি আরব,ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট,সুইডেন,আরব আমিরাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close