• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত, ৩৯ জনই ঢাকার

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২৪, ২০:৩৬
পূর্বপশ্চিম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯ জনই রাজধানী ঢাকায় বসবাস করেন। তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.২৬%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৯%।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯,৪৮১ জনের এবং শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯০১ জনের।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৯% এবং মৃত্যুর হার ১.৪৪% বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাস,স্বাস্থ্য অধিদপ্তর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close