• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০২২, ২২:৪২ | আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২২:৪৭
পূর্ব পশ্চিম ডেস্ক

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মী নিয়োগ দিয়ে থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মীদের বেতন ভাতার পাশাপাশি নানা সুযোগ সুবিধা প্রদান করায় চাকরি প্রত্যাশীদের কাছে বসুন্ধরা গ্রুপ বেশ জনপ্রিয়। সেই ধারাবাহিতায় চলতি বছরও একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। গ্রুপের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ। শুরুর দিকে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টে (প্রো:) লিমিটেড হিসেবে আবাসন ব্যবসায় নামে বসুন্ধরা গ্রুপ। এরপর প্রতিষ্ঠানটি উৎপাদন, শিল্প এবং বাণিজ্য খাতে বিপুল বিনিয়োগ করে।

সম্পর্কিত খবর

    ১৯৯০ এর দশকে সিমেন্ট, কাগজ, টিস্যু পেপার এবং ইস্পাত উৎপাদন, এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং বিতরণের পাশাপাশি আরও অনেক উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা। ২০২০ সালে বসুন্ধরা বাংলাদেশের বৃহত্তম বিটুমিন প্লান্ট তৈরি করতে ১৪৩.৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই কারখানাটি এককভাবে বাংলাদেশকে বিটুমিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে এবং উদ্বৃত্ত বিদেশে রফতানি করা যাবে।

    বসুন্ধরা গ্রুপ কেবল ব্যবসায়িক খাতই নয়, তৈরি করেছে বিরাট কর্মক্ষেত্রও। এই গ্রুপের নানা প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত আছেন প্রায় ৫০ হাজার কর্মী। এছাড়াও নানাভাবে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে বসুন্ধরা। বহু বছর ধরেই দেশের শীর্ষস্থানীয় করদাতা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপ।

    তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অধীনে যেসব নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে-

    বসুন্ধরা গ্রুপের অধীন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেডে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    পদের নাম : ডিপার্টমেন্ট ইন-চার্জ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর কমপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ডিপোর্ট ও ডিস্ট্রিবিউশনের কাজে প্রার্থীর অবশ্যই জানাশোনা থাকতে হবে চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের কাজের আগ্রহ থাকতে হবে।

    যেসব কাজ করতে হবে : সেলারের অর্ডার অনুসারে বিএফবিআইএল, বিএমএ তৈরি করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হবে। বিভিন্ন বিল তৈরি করা। রিপোর্ট তৈরি করাসহ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

    বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি প্রদান করা হবে। এছাড়াও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

    আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ তারিখ : ৯ জানুয়ারি, ২০২২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close