• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝিনাইদহে সরকারি চাকরির সুযোগ

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৮ | আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২২
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। প্রতিষ্ঠানটিতে তিন পদে কর্মী নেওয়া হবে। আবেদনের জন্য ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হবে।

চাকরি প্রত্যাশিদের আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা:

যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: প্রার্থীকে নিজ হাতে লিখিত কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন নেওয়া হবে না। পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি ১০ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি আকারের ফেরত খাম আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে কোড নং-১৬২-০৬০৫-১৩৩৩৫৭-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৬–এ জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নিয়োগ বিজ্ঞপ্তি,ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close