• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১,৩১,০০০

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১২:৩২ | আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২:৫৮
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা আগামী ২৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার, মেন্টাল হেলথ, সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড প্রটেকশন

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে অন্তত দুই বছর ও কোনো মানবাধিকার সংস্থায় মাঠপর্যায়ে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএইচপিএসএসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিউট্রিশন প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন: ছয় মাসের চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩১ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্য সুবিধা, জীবনবিমা, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতার সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা Bd Jobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

জনবল নিয়োগ,এসিএফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close