• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পুরুষেরা ভালো হলে মেয়েদের বাড়তি পোশাকের প্রয়োজন পড়বে না’

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০১৯, ১০:১৫
তসলিমা নাসরিন

মেয়েরা যদি বোরখা বা হিজাব পরে, তাহলে বুঝতে হবে সেই সমাজে পুরুষেরা ধর্ষক, হবু ধর্ষক, যৌন নির্যাতক, নারী-বিদ্বেষী। মেয়েরা যদি 'গা ঘেঁষে দাঁড়াবেন না' লেখা টিশার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, ট্রেনে বাসে চড়ে, বুঝতে হবে ওই এলাকার পুরুষেরা ধর্ষক, হবু ধর্ষক, যৌন নির্যাতক, নারী-বিদ্বেষী।

দুটোই পুরুষের জন্য চরম লজ্জাজনক আর অপমানজনক। পুরুষেরা ভালো হয়ে যাওয়ার শপথ করুক, সত্যি সত্যি ভালো হয়ে যাক, তাহলেই মেয়েদের শরীরে বাড়তি পোশাক বা হিজাব-বোরখা চাপানোর প্রয়োজন পড়বে না, টিশার্টে 'কাছে এসো, ভালোবেসো' বা অথবা ' চমৎকার চুম্বন চাই' না লিখে মেয়েদের লিখতে হবে না 'গা ঘেঁষে দাঁড়াবেন না'!

এতে পুরুষেরাও লজ্জার হাত থেকে বাঁচবে, মেয়েরাও নির্যাতনের হাত থেকে বাঁচবে।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)


/পিবিডি/একে

তসলিমা নাসরিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close