• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এ মাসেই চালু হবে ননস্টপ বনলতা এক্সপ্রেস: রেলমন্ত্রী

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩২ | আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩৯
ঠাকুরগাঁও প্রতিনিধি

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলপথের আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এ মাসের মধ্যেই ঢাকা-রাজশাহী ননস্টপ বনলতা এক্সপ্রেস চালু হবে। আর ঢাকা-পঞ্চগড় রেলপথে আরেকটি নতুন ট্রেন ঈদুল ফিতরের আগেই চালু হবে। এই ট্রেনগুলো চালু হলে এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাপনা আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

বিগত সরকারের আমলে অবজ্ঞা করে রেল ব্যবস্থা ধ্বংস করা হয়েছে মন্তব্য করে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১৯৮৬ সাল থেকে রেল বিভাগে নতুন কাউকে চাকরি দেওয়া হয়নি, বন্ধ ছিল। ১৯৯১ সালে বিএনপি-জামায়াত সরকার ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছিল। যে রেললাইন চালু ছিল তাও বন্ধ করা হয়েছিল। রেল একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার এর আমূল পরিবর্তন হয়েছে। বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে। রেলপথের উন্নয়ন করা হচ্ছে।

রেলপথমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া থেকে ৫০টি কোচ আসছে। এগুলো বিভিন্ন রুটে চালু করা হবে। এই মুহূর্তে রেলের যোগাযোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর রেলের জায়গা যারা অবৈধভাবে দখল করে আছে তাদের তালিকা তৈরি করে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, প্রেসক্লাব সভাপতি মনসুর প্রমুখ ।

পিবিডি/জিএম

রেলপথমন্ত্রী,নূরুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও,বিমানবন্দর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close