• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারের আশ্বাসে পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৯, ০২:৫৩
নিজস্ব প্রতিবেদক

আন্দোলনরত পাটকল শ্রমিক নেতারা সরকারের সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন । আগামী ২৫ এপ্রিলের মধ্যে তিন মাসের বেতন ও ১০ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

সোমবার (১৫ এপ্রিল) রাতে শ্রম অধিদফতরের সম্মেলন কক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

রাত সোয়া ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান। শ্রমিক নেতাদের সঙ্গে আট ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ মের মধ্যে পে-ফিক্সেশন হবে। ১৮ মে নতুন পে-স্কেল অনুযায়ী শ্রমিকদের পে-স্লিপ ইস্যু হবে। শ্রমিকদের আরও যেসব দাবি আছে তা নিয়ে আগামী ৮ মে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে।

বৈঠকের আরও উপস্থিত ছিলেন, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাছিম, ২০টি পাটকলের শ্রমিক নেতাসহ অন্যরা।

বৈঠক ফলপ্রসূ হওয়ায় পাটকল শ্রমিক নেতারা ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় মজুরি কমিশন-২০১৫ এর রোয়েদাদ, পাটক্রয়ের অর্থবরাদ্ধ, বদলী শ্রমিক স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি প্রদান, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা প্রদানসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ চলতি মাসের ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে এক যোগে ৭২ ঘন্টা ধর্মঘট ও ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। শ্রমিকদের ধর্মঘট ও অবরোধের কারণে মিলসহ শিল্পাঞ্চল খুলনা প্রায় অচল হয়ে পড়ে। ৯ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে পাটকলের শ্রমিকরা। কিন্তু আজকের বৈঠকের পর পাটকল শ্রমিক নেতারা আন্দোলন কর্মসূচি স্থগিত করলেন ।

পিবিডি/জিএম

আন্দোলন,পাটকল শ্রমিক,শ্রম মন্ত্রণালয়,প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close