• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌন হয়রানি বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১১:৩৭ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:৫৪
নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটেই চলেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবারো যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির পর আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ফলে পূনরায় যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সম্পর্কিত খবর

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনায় জরুরি ভিত্তিতে এই কমিটি করতে বলা হয়েছে। যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বর্তমানে দেশের বড় বড় দুই-চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া স্কুল-কলেজে এ ধরনের কোনো কমিটি একেবারে নেই বললেই চলে।

    উল্লেখ্য, ২০০৯ সালে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌনহয়রানি বিরোধী কমিটি করার নির্দেশ দেন আদালত। কিন্তু এখনও বেশির ভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি।

    /পিপিবিডি/খান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close