Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textআজ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে। গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ নিশ্চিত করেছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য জানান।
তিনি বলেন, পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এ সংবাদ সম্মেলন আবার কখন হবে, সেটা পরে জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল তিনটায় পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন রাত ৮টায় আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় বিএনপির আংশিক প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কেউ কেউ আপত্তি জানালে বিএনপি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
/পিবিডি/রবিউল