• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ: ইসি সচিব

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বুধবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সম্পর্কিত খবর

    ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘। শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। অধিবেশন শুরু ৯০ দিনের মধ্যে শপথ নেওয়া সুযোগ রয়েছে। এর মধ্যে কেউ যদি শপথ নিতে ব্যর্থ হন, তাহলে তাঁকে অযোগ্য বলে গণ্য করবেন স্পিকার।’

    বিএনপির নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ নেবেন না, এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নিতে হবে।’

    সংবিধানে ৬৭ ধারা ১-এর ক উল্লেখ করা আছে, কেউ যদি স্পিকারের কাছে শপথ না নেন, তবে সিইসির কাছে নিতে হবে বলেও সংবিধানে বলা আছে বলে যোগ করেন হেলালুদ্দীন আহমদ।

    পিবিডি/আরিফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close