• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুবর্ণচরে গণধর্ষণ: আরও এক আসামি গ্রেফতার

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ১০:২৯ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৪
নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে এক গৃহবধূকে মারধর ও গণধর্ষণের ঘটনায় ছালা উদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হলো।

শনিবার (০৫ জানুয়ারি) রাত ২টার দিকে ফেনীর সুলতানপুর এলাকা থেকে ছালা উদ্দিনকে গ্রেফতার পুলিশ। তিনি চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের টোকাইয়ের ছেলে এবং ধর্ষণ মামলার ৯নং আসামি।

চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, রাতে সুলতানপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে নোয়াখালী ডিবি পুলিশের একটি দল।

ঘটনার সঙ্গে জড়িত অন্য এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রোববার (০৬ জানুয়ারি) নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে গ্রেফতার হওয়া সাতজন আসামির রিমান্ডের আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূর অভিযোগ, তিনি গত রোববার সকালে এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান। এ সময় কেন্দ্রে থাকা আওয়ামী লীগের কয়েকজন যুবক তাঁকে তাঁদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তাতে রাজি না হলে যুবকেরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। ওই দিন রাত ১২টার দিকে ছালা উদ্দিন, সোহেল, বেচু, মোশারফসহ ১০ থেকে ১২ জনের একদল যুবক ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে পুকুরপাড়ে এনে গণধর্ষণ করেন।

এই গৃহবধূর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই একই এলাকার চর জুবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রুহুল আমিনের লোক।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে মারধরে আহত স্বামীও চিকিৎসাধীন।

/অ-ভি

সুবর্ণচর,গণধর্ষণ,আসামি,গ্রেফতার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close