• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দুর্নীতি-মাদকের বিরুদ্ধে আরও জোরদার অভিযান’

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:১২ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:২০
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে নেই। অপরাধ যেই করুক বিচার হবে। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও মাদক দমনে সময় লাগবে। সরকার এ বিষয়ে আন্তরিক। প্রধানমন্ত্রী দুর্নীতি ও মাদক দমনে সিরিয়াস। এসব বিবেচনায় নিয়েই তিনি মন্ত্রিসভা সাজিয়েছেন।

তিনি আরও বলেন, দুষ্টের দমন, শিষ্টের লালনের ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক। এবার সুশাসনের দিকে অধিকতর মনোযোগী হবো। এসব বিবেচনায়ই নতুন মন্ত্রিসভা দেওয়া হয়েছে।

সুশাসনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হবেও বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/অ-ভি

দুর্নীতি ও মাদক,বিরুদ্ধে,জোরদার,অভিযান,ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close