• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হেলমেট ছাড়া বাইকে চড়ে সমালোচনার মুখে প্রতিমন্ত্রী পলক

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:১৭ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:২৩
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভাতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। গত সোমবার (৭ জানুয়ারি) শপথগ্রহণের পর আজ ছিল তার প্রথম কর্মদিবস। যানজটের ঝক্কি এড়াতে এদিন মোটরসাইকেলে চড়ে মন্ত্রণালয়ে আসেন তিনি।

সেই ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নানা সমালোচনা। কারণ, আইন অনুসারে মোটরসাইকেলে চড়ার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না। যদিও প্রতিমন্ত্রীর শেয়ার করা তিনটি ছবির একটিতে তার মাথায় হেলমেট দেখা গেছে, তবে বাকি দু’টিতে তিনি হেলমেট ছাড়াই ছিলেন।

 প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক স্ট্যাটাস

প্রতিমন্ত্রী পলকের ছবি শেয়ার করে আলাউদ্দিন আল আজাদ লিখেছেন, নবনিযুক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলমেট বিহীন মোটরসাইকেল যোগে সচিবালয়ে অফিস করতে আসলেন। প্রথমদিনই কি তিনি ট্রাফিক আইন ভঙ্গ করলেন?

তাপস কুমার দাস লিখেছেন, লোকজনকে চমকে দিতে চাওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক কিন্তু হেলমেট পরেননি...

জালালউদ্দিন সাগর লিখেছেন, হেলমেট ছাড়া প্রতিমন্ত্রী যখন বাইকে চড়তে পারেন তখন আমি চড়লে দোষ কেন?

উল্লেখ্য, গত রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ও দপ্তর জানান। এতে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের নাম ঘোষণা করা হয়।

/পিবিডি/আরাফাত

জুনাইদ আহমেদ পলক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close