• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় সাত বছরের কারাদণ্ড

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ০১:৩৩
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় মনির হোসেনকে (২২) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    বুধবার সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মো. মনির ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    দণ্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।

    ট্রাইব্যুনালের পেশকার শামীম আহমেদ সাংবাদিকদের জানান, মনির হোসেন ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি বিকৃত করে মোবাইলের মাধ্যমে বিভিন্নজনের কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। প্রধানমন্ত্রী ছাড়াও তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবিও একইভাবে বিকৃত করে।

    এ মামলায় ১৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায়ে মনিরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

    এনই/-

    প্রধানমন্ত্রীর ছবি বিকৃত,সাইবার ট্রাইবুন্যাল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close