• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘এ বছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ’

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৯
গোপালগঞ্জ প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ বছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন হবে বাংলাদেশের। আশা করছি চলতি অর্থ বছরে আমরা ৮.২৫ থেকে ৮.৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবো।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং সংসদ সদস্য সালমান এফ রহমান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আজকের পত্রিকাগুলো দেখবেন, বিশ্বব্যাংক কখনো সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে বলত না, এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে। বিশ্বব্যাংক সব সময় কনজারভেটিভলি এসটিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা।

তিনি বলেন, আমি মনে করি, চলতি অর্থবছরে আমরা ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ (জিডিপি) অর্জন করতে পারব। এ বছরে আমাদের যে অর্জনটি হবে সারা বিশ্ব বলছে, এটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে আমাদেরটা হবে অর্থনৈতিক এলাকায় সর্বশ্রেষ্ঠ অর্জন।

/অ-ভি

অর্থমন্ত্রী,আ হ ম মুস্তফা কামাল,বাংলাদেশ,বিশ্ব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close