• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাবেক সাংসদ বাতেন আর নেই

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১১:৩৪
টাঙ্গাইল প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম বাতেন বাহিনীর প্রধান সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার ন্যাম ভবনের বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন।

জানাযায়, তিনি কয়েকদিন যাবত বুকে ব্যাথা অনুভব করছিলেন। সম্প্রতি রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য ভক্ত অনুসারী রেখে গেছেন।

তার মৃত্যুতে নাগরপুর দেলদুয়ারসহ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক মন্ত্রী তারানা হালিমের শোক প্রকাশ-

টাঙ্গাইল ৬ দেলদুয়ার-নাগরপুর এর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম।

উল্লেখ্য, খন্দকার আব্দুল বাতেন ২০০৮ সালে স্বতন্ত্র ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ২০১৯ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয় বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটুকে। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় বাতেন বাহিনী গড়ে তুলেন।

পিবিডি/পি.এস

টাঙ্গাইল,মুক্তিযুদ্ধ,চিকিৎসা,সংসদ সদস্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close