• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএসএমএমইউতে নার্স-কর্মচারী সংঘর্ষ, ৪ জনকে সাময়িক বরখাস্ত

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় চার জনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চলে।পরে বিএসএমএমইউ পরিচালকের আশ্বাসে নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। আগামী রোববার (২৭ জানুয়ারি) এ ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন বৈঠকে বসবে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

জানা গেছে, বুধবার বিএসএমএমইউয়ের একজন নার্সের স্বামীকে লাঞ্ছিত করেন চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী। এ নিয়ে প্রতিবাদ জানালে বৃহস্পতিবার সকালে নার্সদের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাদানুবাদ হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরে ওই নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে চতুর্থ শ্রেণির চার কর্মচারী ইসমাইল, শরীফ, রুবেল ও জামালকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ হস্তক্ষেপে সংঘর্ষ থেমে গেছে ।

পিবিডি/জিএম

বিএসএমএমইউ,নার্স-কর্মচারী,সংঘর্ষ,সাময়িক বরখাস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close