• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পরিহাসের চা-চক্রে যাবে না ঐক্যফ্রন্ট: ফখরুল

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পর আমাদের হাজার হাজার নেতাকর্মী আজকে কারাগারে রয়েছেন, আহত-নিহত হয়েছেন এবং প্রার্থিরাও আহত হয়েছেন। এই অবস্থায় চা-চক্রের আয়োজন একটা পরিহাস মাত্র। এই চা-চক্রে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো পতাকা প্রদর্শন করা হবে। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নিয়ে গণশুনানি হবে।

৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট ঘোষিত জাতীয় সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে এর সময়সূচি জানানো হবে।

এর আগে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণফোরাম থেকে নির্বাচিত কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানান জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ডক্টর রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

/পিবিডি/আরাফাত

জাতীয় ঐক্যফ্রন্ট,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close