• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার খবর ভিত্তিহীন’

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

গাইবান্ধায় বিপুল পরিমাণ প্লাস্টিকের কৃত্রিম চাল পাওয়ার খবরের কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন এটা কোন ভাবেই সম্ভব নয়।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার বিষয়টি নিয়ে ভোক্তাদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর প্ররিপ্রেক্ষিতে কৃষিমন্ত্রী বলেন, প্লাস্টিকের চালের খবরের কোনো ভিত্তি নেই। আমি জেলা প্রশাসক (ডিসি), ডেপুটি ডিরেক্টরের (কৃষি) সঙ্গে কথা বলেছি, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই চাল এনে রান্না করা থেকে শুরু করে মুড়ি বানানো পর্যন্ত হয়েছে। সেটা প্লাস্টিকের চাল- এটা কোনোক্রমেই বাস্তবসম্মত না।

/পিবিডি/পি.এস

গাইবান্ধা,প্লাস্টিকের চাল,কৃষিমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close