• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ সদস্য ভবনে রাত ১১টার পর দর্শনার্থীদের অবস্থান নিষিদ্ধ: সংসদ কমিটি

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭
নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সংসদ সদস্য ভবনে’ রাত ১১টার পর দর্শনার্থীদের অবস্থান নিষিদ্ধ করেছে সংসদ কমিটি। বৃহস্পতিবার (৭ ফেব্রু.) অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জাতীয় সংসদের জনসংযোগ শাখা থেকে।

সংসদ সদস্যদের আবাসন, অফিস বরাদ্দ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে সংসদ কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে অফিস বরাদ্দ দেওয়ার জন্য প্রধান হুইপের নেতৃত্বে চার সদস্যের উপকমিটি গঠন করা হয়।

উপকমিটির অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, কাজী ফিরোজ রশীদ ও ফজলে হোসেন বাদশা ।

উপকমিটিকে দ্রুত সরেজমিনে ফ্ল্যাট ও অফিস পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটি সংসদ সদস্যদের সার্বিক নিরাপত্তাবৃদ্ধিসহ প্রতিটি ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, ইন্টারকম ও টেলিফোন সংযোগ স্থাপন, সংসদ সদস্য ছাড়া ফ্ল্যাটে অন্য কারো অবস্থান নিষিদ্ধ করা, সংসদ সদস্যদের ফ্ল্যাট ও অফিসে দর্শনার্থী সংখ্যা নির্দিষ্ট করা, রাত ১১টার পর সদস্য ভবনে অবস্থান নিষিদ্ধ করা, সংসদ লবিতে নাস্তা কিংবা খাবার পরিবেশন সীমিত করে শুধু চা-কফি পরিবেশন, ক্যাফেটেরিয়ার খাদ্যমান ও সার্বিক পরিবেশ উন্নত করার সুপারিশ করে।

নূর-ই-আলম চৌধুরীর সভাপত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী এবং আবু সাইদ আল মাহমুদ স্বপন বৈঠকে অংশ নেন।

পিবিডি/ ইকা

সংসদ কমিটি,নিষিদ্ধ,দর্শনার্থী,সংসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close