• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পীর মিসবাহর প্রশ্নে প্রধানমন্ত্রী, সকল জেলা সদরে আইটি সেন্টার হবে

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৮
নিজস্ব প্রতিবেদক

হাওরাঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের জন্য সুনামগঞ্জে একটি আইটি সেন্টার হবে।

বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলু রহমান মিসবাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পীর মিসবাহ প্রশ্ন উত্থাপন করে বলেন, তার নির্বাচনী এলাকার বিশ্বম্ভরপুর উপজেলায় একটি আইটি সেন্টার স্থাপনে প্রতিশ্রুতি রয়েছে। সেখানে আইটি সেন্টার স্থাপন করা হলে স্থানীয় মানুষজন উপকৃত হবে।

সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইটি সেন্টার স্থাপন হবে জেলা সদরে। জেলা সদরে স্থাপিত হলে হাওরাঞ্চলের বেকার যুবক-যুবতী এ আইটি সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে এবং এর কাজ দ্রুত শুরু হবে।

/পিবিডি/একে

প্রধানমন্ত্রী,পীর মিসবাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close