• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরতে

গণশুনানী শুরু জাতীয় ঐক্যফ্রন্টের

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৯ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরতে গণশুনানী শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে শুরু এ গণশুনানি।এতে অংশ নিচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা প্রার্থী ও ভুক্তভোগিরা।দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ‘শুনানি’ চলবে বলে ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব পড়ে শোনান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং উপস্থিত সবাই নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণ ফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে সাতজন এই শুনানি পরিচালানা করছেন।

মিলনায়তনের মঞ্চে কামাল হোসেনের সঙ্গে আছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, সাবেক বিচারক আকম আনিসুর রহমান খান, অধ্যাপক দিলারা চৌধুরী, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অধ্যাপক আসিফ নজরুল।

অতিথি সারিতে বসে বক্তব্য শুনছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, জেএসডির আসম আবদুর রব, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, শহিদুল্লাহ কায়সার, জাহেদ-উর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।

একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরাও উপস্থিত রয়েছেন এ গণশুনানিতে।

বিএনপি, গণফোরাম, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট একসঙ্গে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়েছিল।

চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের শরিক এলডিপির অলি আহমদে ও সিলেট-২ আসনে গণফোরামের মোকাব্বির খান নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন। বাকিরা প্রার্থী হন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে।

ভোটের দিনই জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করে নতুন নির্বাচনের দাবি জানায়।

ওই নির্বাচনে অভাবনীয় জয় পেয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র আটটি আসন। বিজয়ী প্রার্থীরা শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভোটের ৫৩ দিন পর জোটের প্রার্থীরা তাদের অভিযোগ ও তাদের অভিজ্ঞতা জানাতে এই গণশুনানিতে উপস্থিত হয়েছেন বলে ঐক্যফ্রন্টের নেতারা জানান।

অনিয়মের অভিযোগ নিয়ে বাম গণতান্ত্রিক জোটও গত ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে একটি গণশুনানি করেছিল।

এর আগে ২৪ ফেব্রুয়ারী গণশুনানী করার কথা থাকলেও গত মঙ্গলবার বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের পর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তা দু’দিন এগিয়ে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

পিবিডি/জিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন,জাতীয় ঐক্যফ্রন্ট,গনশুনানী,সুপ্রিমকোর্ট বার মিলনায়তন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close