• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চকবাজার ট্রাজেডির মতো ঘটনা আর ঘটবে না: রেলমন্ত্রী

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

চকবাজার ট্রাজেডির মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, নিমতলীর ঘটনার পর ইতিপূর্বে কেমিক্যাল কারখানা তুলে দেওয়া হয়েছিল। আবার তারা একই জায়গায় নিয়ে এসেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য পদক্ষেপ নেবে সরকার।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে পুড়ে যাওয়া রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।


/পিবিডি/একে

চকবাজার ট্রাজেডি,রেলমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close