• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অগ্নিদগ্ধদের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি ঢামেকে পৌঁছান। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহতদের মধ্যে অনেককে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সারারাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি।


/পিবিডি/একে

চকবাজার ট্র্যাজেডি,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close