• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মনসুর-মোকব্বিরের শপথ ৭ মার্চ: সংসদ সচিবালয়

প্রকাশ:  ০৩ মার্চ ২০১৯, ২০:১৯ | আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৩১
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকব্বির খান ৭ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদে শপথ নেবেন।

রোববার (৩ মার্চ) জাতীয় সংসদের স্পিকারের দপ্তর থেকে দুই সাংসদকে চিঠি দিয়ে জানানোর জন্য সংসদের আইন শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত খবর

    ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা গত নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন। নির্বাচনের আগে তিনি গণফোরামের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের সমর্থন পান। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি। এ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে অংশ নেননি এই নেতা।

    প্রাথমিকভাবে জোটের মনোনয়ন না পেলেও শেষ মুহূর্তে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হলে সমর্থন পান মোকাব্বির। গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।

    পিবিডি/টিএইচ

    মনসুর-মোকব্বির
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close