• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢামেকে বাথরুমের জানালা ভেঙ্গে পালালো গুলিবিদ্ধ আসামি

প্রকাশ:  ০৫ মার্চ ২০১৯, ২১:১২
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুমের জানালা ভেঙে পালিয়েছে চিকিৎসাধীন এক আসামি।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের বাথরুমের ভাঙা জানালা দিয়ে পালিয়ে যান ইদ্রিস মাতবর (৪০) নামে ওই আসামি। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার একটি ডাকাতি মামলার আসামি ছিলেন।

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ইদ্রিসের পাহারায় ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্য ও এক আনসার সদস্য।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টিও শুনেছি। তার পাহারায় দুই পুলিশ সদস্য ও এক আনসার ডিউটিতে ছিলেন। খোঁজাখুজি করা হচ্ছে। এখনও পাওয়া যায়নি।

টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারি মাসে টঙ্গিবাড়ী থানা এলাকায় একটি ডাকাতদল ডাকাতি করতে যায়। সেসময় ইদ্রিস মাতবরের শরীরে দু’টি গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ছুটে গিয়ে পুলিশ ওই অবস্থায়ই তাকে গ্রেফতার করে। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আদালতের অর্ডার ছিল, সুস্থ না হওয়া পর্যন্ত ইদ্রিস হাসপাতালে থাকবে। ঢামেকে তার প্রহরার দায়িত্ব ছিল ডিএমপির। কিছুক্ষণ আগে শুনেছি সে পালিয়ে গেছে।


/পিবিডি/একে

ঢামেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close