• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংঘাত না হওয়ায় প্রার্থী ও ভোটারদের সিইসির ধন্যবাদ

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ১৪:৩১
সিলেট প্রতিনিধি

নির্বাচনে সংঘাতের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা । সেই সঙ্গে আগামী কয়েক ধাপের উপজেলা নির্বাচনে এই পরিবেশ যেন বজায় থাকে সে বিষয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বুধবার (১৩ মার্চ) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকালে, নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ছিল এবং সেখানে কোনো ভোটার এবং প্রার্থী জয়ী হয়েছেন যারা এবং পরাজিত হয়েছেন তারা তাদের মধ্যে কোনো সংঘাত হয়নি, তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটার বা প্রার্থীরা যেন নিজেদের হাতে কোনো দায়িত্ব বা আইন তুলে না নেন সে কথাও স্মরণ রাখতে বলেন সিইসি। কেউ ভোট দিতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখিন হলে বা কোনো অনিয়ম দেখলে তা পুলিশ বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেন তিনি।

সিইসি বলেন, প্রার্থী ও ভোটাররা যেন প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে না আসেন।

মতবিনিময়ে সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিডি/জিএম

প্রধান নির্বাচন কমিশনার,কে এম নুরুল হুদা,সিলেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close