• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৯০ কেজি কেক কেটে এরশাদের জন্মদিন উদযাপন

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১২:৪৭ | আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০ তম জন্মদিনটি ৯০ কেজি কেক কেটে উদযাপন করলেন নেতাকর্মীরা।

বুধবার (২০ মার্চ) সকালে বনানীতে দলের পার্টির অফিসে নেতাকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

মি. বেকার বনানীর শাখায় এই কেকের অর্ডার দেওয়া হয়েছিল। কেক কিনতে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। কেকের ওপর এরশাদের শুভ জন্মদিন না লিখে শুধু জন্মদিন লেখা হয়েছে।

সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। সাবেক এই রাষ্ট্রপতি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর ১৯৭৩ সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ১৯৭৫ সালের ২৪ আগস্ট তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। ১৯৭৮ সালের ডিসেম্বরে তাকে সেনাবাহিনী প্রধান করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পিবিডি/জিএম

জাতীয় পার্টি,চেয়ারম্যান,মুহাম্মদ এরশাদ,৯০ তম জন্মদিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close