• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চান রাব্বানী

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৫:১৯
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

রোববার (২৪ মার্চ) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ সমর্থনের কথা জানান।

স্ট্যাটাসে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিখেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এ উন্নীত করার দাবিটি আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়, আমি নৈতিকভাবে এই দাবিটিকে সমর্থন করি।

প্রত্যাশা রাখি, লাখো বেকার ভাই-বোনদের প্রাণের চাওয়াটি সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখবে।

রাব্বানী তার ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের যে বয়সীমা আছে সেটির একটি তালিকা তুলে ধরেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে বর্তমানে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। এটি বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সরকারের পক্ষ থেকে অনেকবারই বিষয়টি বিবেচনাধীন বলা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।


/পিবিডি/একে

চাকরিতে প্রবেশের বয়স,সরকারি চাকরিতে প্রবেশের বয়স,গোলাম রাব্বানী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close