• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধু সম্প্রীতিতে বিশ্বাস করতেন, শত্রুতায় নয়: সুলতান মনসুর

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ২০:০৪
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-২ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন-‌‌‍ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার কৃষক-জনতা, ছাত্রসহ সবাই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তাই এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সম্প্রীতিতে বিশ্বাস করতেন শত্রুতায় নয়। সেজন্য জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি সামারিক বাহিনীর অতর্কিত হামলায় নিহতদের স্বরণ ও শ্রদ্ধা জানিয়ে বলেন- বঙ্গবন্ধুর আদর্শে কুলাউড়াকে একটি মডেল উপজেলায় গড়ে তোলা হবে। '

গণহত্যা দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ মার্চ) বিকেলে স্বাধীনতা সৌধ চত্তরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এসময় ১ মিনিটের প্রতিকী ব্লাক আউট কর্মসুচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদি উর রহিম জাদিদ, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, জাপা যুগ্ম সম্পাদক মবশ্বির আলী প্রমুখ।

সভাশেষে উপজেলা শিল্পকলা একাডেমী ও উদীচি শিল্পী গোষ্ঠীর পরিচালনায় গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পিবিডি/আর-এইচ

মৌলভীবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close