• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পছন্দের শীর্ষে জাফর ইকবালের সায়েন্স ফিকশন

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২১
রবিউল কমল

এবারের মেলায় ড. মুহম্মদ জাফর ইকবাল সায়েন্স ফিকশনের প্রতি পাঠকদের বেশি কদর দেখা গেছে। এছাড়া যারা নিয়মিত সায়েন্স ফিকশন লেখেন, তাদের বই মেলায় বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা।

বাংলাদেশে সায়েন্স ফিকশনে সবচেয়ে জনপ্রিয় লেখক হলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। হুমায়ূন সাহিত্যের পরপরই বেচাকেনায় জাফর ইকবালের সায়েন্স ফিকশন উঠে এসেছে। এ ঘটনা অবশ্য গত কয়েক মেলাতেই দেখা যাচ্ছে। এ ছাড়া নবীন ও পুরনো সাহিত্যিক যারা সায়েন্স ফিকশন রচনা করছেন, তাদের বইয়েরও কদর লক্ষ করা যাচ্ছে।

মগবাজার থেকে আসা কলেজপড়ুয়া তরুণ সাব্বির হোসেন জানালেন, জাফর ইকবালের সায়েন্স ফিকশন তার ভালো লাগে। তবে নতুন লেখকের সায়েন্স ফিকশনও তিনি পড়তে চান। সে কারণেই ওই বইটি সংগ্রহ করেছেন।

এবার তাম্রলিপি প্রকাশ করেছে জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘নিয়ান’। মেলার প্রথম দিন থেকেই বইটি ভালো বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত আমাদের স্টলে বিক্রির শীর্ষে রয়েছে।

তাম্রলিপির প্রকাশক তরিকুল ইসলাম রনি বলেন, দেশে সায়েন্স ফিকশন লেখক খুব কম। অন্তত মানের দিক দিয়ে বললে এটা বলতে হয়। তবে এর মধ্যে অনেকে আছেন যারা ভালো লেখেন কিন্তু আমরা তা জানি না। এ কারণেই এ বছর অনেক নাম না জানা লেখকের সায়েন্স ফিকশন সংগ্রহ করলাম।

সায়েন্স ফিকশন,ড. মুহম্মদ জাফর ইকবাল,তাম্রলিপি,নিয়ান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close